স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বিশাল ইয়াং ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ সোয়া লাখ টাকাসহ ৮০ হাজার টাকার কাপড় নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে ওই দোকানের মালিক কাওছার আহমেদ দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। সকালে এসে তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করলে চুরির ঘটনা প্রকাশ হয়। খবর পেয়ে ব্যাক্স সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ কামাল ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।