স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পরিচালিত হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। হবিগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হয় এ অভিযান। মঙ্গলবার সকালে পৌর-শ্মশানঘাট এলাকা হতে এ অভিযান শুরু হয়। পরে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পৌরসভার কর্মীগন রাস্তার পাশের অবৈধ চায়ের চুলা ও এ জাতীয় অন্যান্য স্থাপনা ভেঙ্গে ফেলেন। হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুর রহিম ও পার্থ’র নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন। ফুটপাত দখলমুক্তকরন, পথচারীর চলাচল নির্বিঘœকরন এবং শহরের শৃংখলা ও সৌন্দর্য্য বজায় রাখতে পৌরসভা ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ নেয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।