শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আউশকান্দিতে ভূমি বিক্রি করে পরে অস্বীকার ॥ টাকা ফেরৎ চাওয়ায় বাড়িতে হামলা লুটপাট ॥ ১০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৪২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে জালিয়াতির আশ্রয় নিয়ে ভূমি বিক্রির অভিযোগ এনে ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজমান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার সূত্রে প্রকাশ- প্রায় ৭/৮ বছর পূর্বে থেকে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলাহানি গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র আজমান মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন ফুল সজ্জা বেডিং সেন্টার নামে ব্যবসা প্রতিষ্টান চালিয়ে আসছিলেন। আজমান মিয়া আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের শিল্পী বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। গোষ্টী সম্পর্কে ভাতিজি জামাই আজমানের সাথে সখ্যতা গড়ে উঠে চাচা শ্বশুর নুরুল হোসেনের। এরই মাঝে নুরুল হোসেন ২ লাক ৮০ টাকায় কিছু ভূমি বিক্রি করেন জামাই আজমান এর নিকট। দখলও সমজিয়ে দেন। কাগজপত্র ঠিক করে দেবেন বলে জানান। এরই প্রেক্ষিতে জামাই আজমান মিয়া ক্রয়কৃত ভূমিতে মাটি ভরাট করে বাসা বাড়ি তৈরি করার উপযুগী করে তোলেন। এদিকে বর্তমানে ওই এলাকার ভূমির দাম বাড়তে থাকলে নুরুর হোসেন পূর্বের কথা থেকে সরে যান। এবং ১০ লাখ টাকা না দিলে জামাই আজমানকে ভূমি দেবেন না বলে জানান। এ অবস্থায় আজমান এলাকার মুরুব্বিদের দ্বারস্থ হলে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনাক্রমে নুরুল হোসেন ২লাখ ৮০ হাজার টাকা এবং ভুমিতে মাটি ভরাট বাবত আরো ১লাখ ২০ হাজার টাকা সর্বমোট ৪ লাখ টাকা আজমানকে দেড় মাসের মধ্যে দেবার সিদ্ধান্ত হয়। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও কোন টাকা ফেরৎ দেননি নুরুল হোসেন। উল্টো আজমানকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে নুরুল হোসেনের লোকজন। গত ১৬ আগষ্ট ভুমি বিক্রেতা নুরুল হোসেন, তার পুত্র সুহেল, মিজানকে দোকানের সামনে পেয়ে তাদেরকে আজমান মিয়া টাকার ব্যাপারে জিজ্ঞেস করেন। এতে তারা তাকে গালমন্দ করে। পরে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজমান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার আসবাব পত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে। হামলায় আহত আজমানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপতালে প্রেরণ করেন। আজমান গত ২১ আগষ্ট বিজ্ঞ আদালতে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি এফ.আই.আর করতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আজমান জানন, মামলা দাযের করায় প্রতিপক্ষের লোকজন তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় আছেন আজমান ও তার পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com