মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার সরকারী কোয়াটারে দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ একটি চোর চক্র উপজেলা চেয়ারম্যান এর বাসভবন সংলগ্ন সরকারী মহুয়া কোয়াটার এর ২য় তলায় সরকারী কর্মকর্তাদের ৩টি কক্ষের প্রধান দরজার রিং ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সরকারী বাসভবনে দিনে দুপুরে চুরির ঘটনায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। প্রধান রাস্তায় চুর চক্র কিভাবে ৩টি দরজার রিং ভেঙ্গে রুমে প্রবেশ করে আবার নির্বিঘেœ চলে গেল দুশ্চিন্তাজনক এমন প্রশ্ন সর্ব মহলে।