স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামে এক বৃদ্ধাকে পিঠিয়ে আহত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় হোসনে বানু (৭৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
জানা যায়, গতকাল সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে এসে মারধর করে। ঘটনার খবর পেয়ে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।