স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি কাপড়ের দোকানকে আর্থিক জারমানা করেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসের বেগম ও রুবাইয়াত আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে ডিসি প্রদত্ত লাইসেন্স না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব প্রতিষ্ঠানকে ৬াহাজার টাকা জরিমানা করা হয়। যেসব দোকানকে জরিমানা করা হয় এগুলোর মধ্যে ফ্যাশন প্লাস ১ হাজার, রিমা ফ্যাশন ২ হাজার, সিকদার পয়েন্ট ১ হাজার, আলিফ ক্লথ স্টোর ১ হাজার ও বেবি চয়েজকে ১ হাজার টাকা। শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।