স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাক্টর দিয়ে বালু বহনের সময় বালু ঢেকে না রাখা ও লাইসেন্স না থাকায় চালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত চালক শায়েল মিয়া সিলেট জেলার উসমানীনগর থানার কাচপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। গতকাল রবিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক এইচ.এম আরিফুল ইসলাম কারাদণ্ড প্রদান করেন। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি ক্রস রোড এলাকা থেকে ট্রাক্টরটি আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।