বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মৎস্য সম্পদ রক্ষায় পোনা ও মা মাছ শিকার থেকে বিরত থাকতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- দেশের মৎস্য সম্পদ রায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করে যাচ্ছে। যার কারণে এখন দেশের মৎস্য উৎপাদন ৩৫ লাখ থেকে ৪৫ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। সরকার মৎস্য সম্পদ রায় বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। কিন্তু এ সময় কিছু মধ্যসত্তভোগীরা জেলেদের টাকা পয়সা দিয়ে নদীতে নামাচ্ছে। এতে করে সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ সময় সরকারের আইন অনুযায়ী মূল জলাশয়ের নির্দিষ্ট অংশ অভয়ারণ্য রাখার জন্য মৎস্য চাষীদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
গতকাল শুক্রবার সদরের ১০টি সরকারি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেনে, কিছু অসাধু মৎস্য শিকারীরা কারেন্ট জালসহ বিভিন্ন মাছ শিকারের ফাঁদ ব্যবহার করে মাছের পোনা মেরে ফেলছে। সরকারের মহৎ উদ্দেশ্য সফলে তাদেরকে পোনা ও মা মাছ শিকার থেকে দূরে থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম, মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মোঃ এনামূল হক, ঢাকা মৎস্য ভবনের সহকারী পরিচালক মোঃ শাহজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলা মৎস্য বিভাগ রাজস্ব খাত থেকে শহরের পিটিআই পুকুরসহ ১০টি সরকারি প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতল ও কার্প জাতীয় ৪১০ কেজি মাছের পোনা অবমুক্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com