মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ও আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজা করণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- শুক্রবার ভোররাতে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবা উদ্ধার করে এবং হরষপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। অপর দিকে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সুশীল কুমার বসু শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯শ ৪০ পিছ গরু মোটা তাজাকরনের ট্যাবলেট উদ্ধার করেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।