প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে শহীদ আল্লামা আলাউদ্দিন আখঞ্জি (রহঃ) স্মরণে মসজিদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তব্য রাখেন খতিব মুফতি আলহাজ্ব এম এ মজিদ, আলহাজ্ব মোঃ রইছ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি তার বক্তব্যে শহীদ আল্লামা আলাউদ্দিন আখঞ্জি (রহঃ) এর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার জোর দাবি জানান। সভায় মিলাদ মাহফিল শেষে আল্লামা আলাউদ্দিন আখঞ্জি (রহঃ) এর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী।