স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের শ্রীধরপুর গ্রামে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ হচ্ছে চোরাচালানী চক্র ও অপরপক্ষ হচ্ছে ওই চক্রের বিপক্ষে অবস্থানকারী গ্রামবাসী। এ দু’টি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধরপুর গ্রামে কতিপয় ব্যক্তির সমন্বয়ে চোরাচালানী চক্র গড়ে উঠেছে। ওই চক্রটি ভারত থেকে ফেন্সিডিল, গাজা, ইয়াবা ও বিভিন্ন ব্রান্ডের মাদক দ্রব্য চোরাচালানীর মাধ্যমে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে পাচার করছে। কিছুদিন পূর্বে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ওই চক্রটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ৪আগস্ট দুপুর প্রায় ২টার দিকে অভিযোগকারী আব্দুল মজিদ চৌধুরী, স্বাক্ষী সফিক মিয়া চৌধুরী ও চান মিয়া চৌধুরীর বাড়িতে হামলা চালায় চক্রটি। এসময় হামলাকারীরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটে হামলাকারীরা। এর পর থেকে দুটি পক্ষে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গ্রামবাসী জানান, ওই চক্রের নেতা আদিস মিয়ার ছেলে কাউছার মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানার জিআর ৪৩৯/২০১৩ইং, ৪০৮/২০১৪ইং, ৪৪৪/২০১৪ইং, ৪১/২০১৫ইং, ৯৪/২০১৫ইং, ১২৬/২০১৫ইং, ১৪৩/২০১৫ইং, ৪৮৩/২০১৫ইং ও মোবাইল কোর্ট মামলা নং ২৬/২০১৫ইং ও আপীল ২৯/২০১৫ইং সহ অসংখ্য মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানায় অতীতে এ গ্রামে বিভিন্ন বিষয়াদি নিয়ে ৪/৫টি খুনের ঘটনা ঘটেছে।