প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে মৌন মিছিল ও মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ প্রেসক্লাবের সামন থেকে একটি মৌন মিছিল বের করে দূর্জয় হবিগঞ্জের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিছি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএম’র সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায় ও ডাঃ জসিম উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডাঃ আলহাজ্ব হাবিবুর রহমান, ডাঃ আলহাজ্ব মোস্তফা মিয়া, মুসলেহ উদ্দিন, শাওনেওয়াজ, কল্পনা সিংহা, বিষ্ণু পদ রায় প্রমুখ। মনববন্ধনে বক্তারা দেশজাতির শক্র সন্ত্রাসি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহ্বান জানান।