প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ ১৫ সপ্তাহ ব্যাপী সাপ্তহিক মজুরী ও রেশন বন্ধ রেখেছে বৈকন্ঠপুর চা মালিক পক্ষ। ফলে চা শ্রমিকরা খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। ইতিমধ্যে খাদ্য ও চিকিৎসার অভাবে ৭জন শ্রমিক মারা গেছে। এ পরিস্থিতিতে বাসদ মার্কসবাদী হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম গতকাল দুপুরে বৈকন্ঠপুর চা শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি রামনাথ কিউট, সুনীল চৌহান, নারায়ন কানু, বাবুল দেব, গঙ্গাপ্রসাদ কিউট, শিবু কিউট প্রমুখ নেতৃবৃন্দ। মতিবিনিময় সভায় নেতৃবন্দ বলেন বৈকন্ঠপুর চা বাগান বন্ধ থাকার কারনে চা শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। মালিক পক্ষের দায়িত্বহীনতার কারণে ১৫ সাপ্তাহ ধরে চা বাগানে মজুরী ও রেশন বন্ধ রেখেছে। এছাড়া শ্রমিকদের ২৬ মাসের ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। প্রায় ৩ হাজার মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। এ অবস্থায় অতিলম্বে সরকার দায়িত্ব নিয়ে চা বাগান চালু করে জরুরী ভিত্তিতে শ্রমিকদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের বকেয়া মজুরী, রেশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে হবে। অন্যতায় সকল চা বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তাদের দাবী আদায় করবে। এছাড়া বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সংগঠক ময়না রবি দাস বৈকন্ঠপুর চা শ্রমিকদের বকেয়া বেতন, রেশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানায়।