স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কার্যকরী নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইকরামুল ওয়াদুদ, প্রফেসর আব্দুজ জাহের, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আব্দুল মোছাব্বির, হাজী মোহাম্মদ আলী, আরব আলী, এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, ডাঃ অসিত রঞ্জন দাস, মোঃ রফিক আহমেদ, জমিলা বেগম, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান শামীম, আবু হেনা মোস্তফা কামাল, শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল আজাদ রাসেল, এডভোকেট শামীম আহমেদ, অপু চৌধুরী। এছাড়াও কমিটির সদস্যগনের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আলাউদ্দিন তালুকদার, প্রফেসর মুজিবুর রহমান, আলাউদ্দিন আহমেদ, আব্দুল কাদির শামসু, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, এডভোকেট প্রবাল মোদক, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, মুকিদুল ইসলাম মুকিদ, রফিবুল হাসান তুহিন, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফজলুর রহমান লেবু, হাজী ফরিদ উদ্দিন, জগদীশ চন্দ্র মোদক, জিুত মিয়া চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, লুৎফুন্নাহার স্মৃতি, ইঞ্জিনিয়ার শামসুল হুদা, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সজিব আলী, আহমেদ কবির আজাদ, মুক্তিযোদ্ধা হায়দার আলী, আলাউদ্দিন আহমেদ, খালেদা জুয়েল, বকুল চন্দ্র দাস, মর্তুজা ইমতিয়াজ, আব্দুল মোতালিব মমরাজ, মোদারিছ আলী টেনু, আব্দুর রহিম, মিজানুর রহমান শামীম, মর্তুজা হাসান, অনুপ কুমার দেবনাথ, তোফাজ্জুল সোহেল, শংখ শুভ্র রায়, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, নুরুল আমিন উসমান, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, হুমায়ুন কবির রেজা, মুজিবুর রহমান, সাংবাদিক রাসেল চৌধুরী, পার্থ সারথী রায়, পার্থ প্রতিম দাস, শাহ জয়নাল আাবেদিন রাসেল, অনিরুদ্ধ কুমার শান্তনু, বুরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, ডাঃ মোখলিছুর রহমান উজ্জল ও শাহ আরজু।
উক্ত সভায় সিদ্ধান্ত হয় অতি দ্রুত গতিতে উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলাসহ স্বাধীনতার পরে সকল সংগঠন ও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে কাজ করার ল্েয উক্ত সভায় সভাপতি সবাইকে আহ্বান জানিয়েছেন।