প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শফিউল বারী বাবুকে পুনরায় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডঃ সামছুজ্জামান জামানকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারণ্যের অহংকার তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহিরুল হক শরীফ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমপানা চৌধুরী মাসুদ-এর নেতৃত্বে এক শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এস এম আওয়াল, মুকিম চৌধুরী, আব্দুল আহাদ আনসারী, স্বেচ্ছাসেবকদল নেতা আক্কাস আলী, শহিদুল আলম চৌধুরী আকিক, আজিজুর রহমান বাবলু, সাইফুল ইসলাম রাজ, সাইফুল রহমান রিপন, আবিদুর রহমান বুলবুল, মিজানুর রহমান সোহেল, মোজাহিদ চৌধুরী, মেরাজ মিয়া, জাকির হোসেন, শরিফ উদ্দিন লিটন, আল আমিন, এস এম রমজান, মোতালিব হোসেন, শফিকুল মিয়া, ইলিয়াছ, আজিজুর রহমান, সাইফুল ইসলাম, সুমন খান, এবাদ খান, রবিন মিয়া, রুক মিয়া, শাহ আলম, রাসেল মিয়া প্রমুখ।
বক্তারা, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আগামী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবকদল খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে পাশে থাকবে।