প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে হেজবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও র্যালী অনুুষ্ঠিত হয়েছে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড লক্ষ করা যায়।
গতকাল বিকালে ভোলারজম বাজার থেকে হেজবুত তওহীদের হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয় মধ্য বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহীদের হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়া। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ভোলার বাজার কমিটির সেক্রেটারি মোঃ ছকির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রইছ মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান করেন। আরো বক্তব্য রাখেন হেজবুত তওহীদের সদস্য মোঃ সফিকুর রহমান।