নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার বিকালে পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হল নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামের আবিদুর মিয়ার ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৩৫), ও বাউসা ইউপির হরিধরপুর গ্রামের ইছাক মিয়ার ছেলে আবুল কালাম। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত মিজানের বিরুদ্ধে অর্থ ঋন সিআর মামলা নং ১০৯/১৫ (নবী) দায়ের করলে বিজ্ঞ বিচারক তাকে ২ মাসের সস্ত্রম কারাদন্ড প্রদান করেন। অপর আসামী আবুল কালামের বিরুদ্ধে জিআর ১১৫/৯১ ( নবী) মামলায় বিজ্ঞ বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করেন। দীর্ঘদিন তারা পলাতক থাকার পর এএসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার ও জেকে হাইস্কুল পয়েন্ট থেকে তাদেরকে গ্রেফতার করে।