আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ কান্টে জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসের অভিযানে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের নির্দেশে জব্দ করা কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।