চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের শতাধিক পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যা মোঃ আবু তাহের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম কাজী শওকাতুল আলম, এজিএম মনিরুজ্জামান, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাষ্টারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে পৌনে চার কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। এতে ঐ গ্রামের ১’শ ৭টি পরিবারে বিদ্যুতের আলো জ্বলছে।