শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হারিয়ে যাচ্ছে বেত শিল্প ॥ শ্রমের মজুরী কম হওয়ায় কাজ করতে উৎসাহ পান না শ্রমিকরা

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৭৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেত শিল্প। শ্রমের মজুরী কম হওয়ায় শ্রমিকরা এ কাজে দিন দিন উৎসাহ হারাচ্ছেন। গ্রামে-গঞ্জে বর্ষা মৌসুমে সাধারণত অন্যান্য সময়ের চেয়ে শ্রমিকদের কাজের আকাল থাকে। এ অবসর সময়কে কাজে লাগানোর জন্য বাড়ির উঠানে গ্রাম বাংলার অনেক যুবক, বৃদ্ধা সকলকে বেত দিয়ে পাটি তৈরী কাজ করতে দেখা যায়। বানিয়াচং উপজেলার ১০ থেকে ১৫টি গ্রামের বাসিন্দারা এ পাটি তৈরির শিল্পের সাথে যুক্ত আছেন। বিশেষ করে হাওরাঞ্চলে মাছ আহরণ এর কাজে এ পাটি ব্যবহার করা হয়ে থকে। হাওর অঞ্চল অধ্যূষিত এলাকায় প্রচুর খাল-বিল, নদী-নালা স্থানীয় পঞ্চায়েত ও সরকারীভাবে লীজ দেয়া হয়ে থাকে। এসব বিল থেকে মাছ আটক করার জন্য আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত মহাজনরা শ্রমিক দিয়ে এ পাটি বুনে থাকে। বাখাল, মুলী, ঝাই, মৃতিঙ্গা বাঁশ দিয়ে এ পাটিগুলো তৈরী করা হয়ে থাকে। এটা মূলত একটি বেত শিল্প। গ্রাম অঞ্চলের বিভিন্ন পাড়া মহল্লায় দল বেঁধে শ্রমিকরা মনের আনন্দে এ কাজটি করে থাকে। মনের মাধুরী দিয়ে নিজেদের সব কিছু ঢেলে দিয়ে নিখুতভাবে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নিজেদের জীবীকার তাগিদে পাটি তৈরীর শ্রমিকরা এ কাজে জড়িত আছেন। এ ব্যাপারে পাটি তৈরীর শ্রমিক মোঃ আবুল কাশেম জানান, সারাদিন কাজ করে ১ থেকে ২শ টাকা পাওয়া যায়। যা শ্রমের তুলনায় খুবই অপ্রতুল। মহাজনরা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের মজুরী একটু বাড়িয়ে দিলে এ বেত শিল্পীকে বাচিঁয়ে রাখা সম্ভব হবে। নতুবা এ কাজে উৎসাহ হারিয়ে শ্রমিকরা এ কাজ ছেড়ে দিয়ে জীবীকার তাগিদে অন্যত্র চলে যাবে। এতে করে এ শিল্পটি ক্রমশই বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে। সরকারীভাবে কোন সহযোগীতা পেলে এ বেত শিল্পের প্রসার আরো বহুগুন বাড়বে বলে বিজ্ঞজনরা মনে করেন। এ ব্যাপারে সরকার একটু নজর দিলে পাটি শ্রমিকদের জীবনযাত্রার মানও বেত শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com