প্রেন বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, গভির্নিংবডির সদস্য মোঃ আনিছ মিয়া, মোঃ আবুল ফজল, আরজদ আলী, সহকারী প্রধান শিক্ষক সুফায়েল আহমেদ, আনু মিয়া, মনসুর আহমেদ প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ এনামুল হক।
পরে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজলের নেতৃত্বে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে পানিউমদা বাজারে ছাত্র জনতার সমন্বয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়।