বাহুবল প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গত সোমবার বেলা ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বাহুবল মডেল প্রেসক্লাব সহ-সভাপতি পংকজ কান্তি গোপের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি ও উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান মাস্টার প্রমুখ।