মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে ৫ হাজার চারা আদিবাসী সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ১৪ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত থেকে এ চারা বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক তোফায়েল আহম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরী। এর আগে নিশান বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে তেলিয়াপাড়া ৫ হাজার সদস্যদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলদ, ঔষধি চারা বিতরণ করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও সংস্থার ব্যবস্থাপনা পরিচালন মাইন উদ্দিন বেলাল উপস্থিত ছিলেন।