স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সে চুনারুঘাট উপজেলার কুটিরগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মন্টু মিয়ার পুত্র আলামিন মিয়া (২২)।
আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় গাড়ি পার্কিং নিয়ে আলামিন মিয়ার সাথে বাকবিতন্ডা হয় দু’ব্যক্তির। এক পর্যায়ে একদল লোকজন উত্তেজিত হয়ে আলামিনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আলামিনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।