আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা ও জেলা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্লক রেইড দিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) রাসেলুর রহমানের নেতৃত্বে বিপুল সংক্ষক পুলিশ সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এ অভিযানে নিয়মিত মামলার ২জন, সাজাপ্রাপ্ত ২ জন, জিআর ও সিআর মামলায় ১০ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।