স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর দুই নং পুল এলাকা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হল-চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের মৃত আমজদ আলীর পুত্র আফসর মিয়া (৫০) ও হাতুন্ডা গ্রামের শিষ মণির পুত্র লিটন দেব (২৮)।
পুলিশ জানায়, গতকাল বিকালে উল্লেখিতরা গাঁজা নিয়ে একটি টমটমযোগে শহরে প্রবেশ করছিল। তাদের বহনকৃত টমটমটি ২নং পুল এলাকায় পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।