নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লন্ডন প্রবাসী ওলিউর রহমানের বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে একটি ঘর ও আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতি পরিমাণ প্রায় ২লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার সময় ওলিউর রহমানের বাংলা ঘরে আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপন চেষ্টা করেন। এক পর্যায়ে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। তথক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।