নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ১শ পুরিয়া গাজাসহ জাবেদ আলী চম্পা (৩৫) কে গাজাঁসহ গ্রেফতার করেছে। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পারকুল গ্রামের মৃত লেপাছ মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সকালে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিত সিংহ গোপন সংবাদের ভিত্তিতে এক দল পুলিশ নিয়ে তার বাড়ি থেকে জাবেদকে গ্রেফতার করেন। এসআই ধর্মজিত সিংহ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জাবেদ একজন গাজা সেবী ও ব্যবসায়ী। ইতিপূর্বে সে মৌলভী বাজার পুলিশের হাতে একাধীকবার গাজাঁসহ গ্রেফতার হয়েছে।