প্রেস বিজ্ঞপ্তি ॥ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি নিকিল চক্রবর্তী (৫৫) আর নেই। তিনি গতকাল দুপুর সোয়া ১২টার দিকে নিজ বাড়ীতে মৃত্যুবরন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহবুবুল আলম সুমন, সভাপতি আব্দুল হক লিটন, সিনিয়র সহ-সভাপতি মিহির কুমার দাশ, সাধারণ সম্পাদক মীর বাচ্চু, সহ-সম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সিজিল মিয়া, সদস্য খালিছ মিয়া, সমীরন দাশ, পলাশ সেন, রিপন চক্রবর্তী, বাশু দাশ, সবুজ গোপ, শান্ত কুমার দাশ, অজিত দাশ, রাজু, কামরুল, মুর্শেদ। বিবৃতিদাতাগণ নিকিল চক্রবর্তীর আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।