নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে প্রাইভেট কার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ২জন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ যাওয়ার জন্য কায়স্থগ্রাম বাজার থেকে রিক্সা করে আইনগাঁও যাচ্ছিলেন কায়স্থগ্রামের কদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া। আইনগাঁও পৌছানোর পর রাস্তা পারা-পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কার রিক্সাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে রিক্সা উল্টে যায় এবং রিক্সাতে থাকা সুমন মিয়া (২৭) এবং সদরঘাট গ্রামের রিক্সা চালক বৃদ্ধ মনাই মিয়া (৪৫) গুরুতর আহত হন। দূর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ঘাতক কার।
পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।