নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুলি সূত্রধর নামে ৫বছরের এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক ট্রাক। নিহত তুলি পূর্ব তিমিরপুর গ্রামের পরিমল সূত্রধরের কন্যা। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পূর্ব তিমিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুলি সূত্রধর ওই স্থানে দাড়ানো ছিল। এ সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।