স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মিন্টর চর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুর (৬৫) ও তার পুত্র মামুন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের এক সরকারী চাকুরীজীবির প্রভাবশালী ভাইর সাথে আধিপত্য বিস্তার নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এরই জেরধরে গত মঙ্গলবার বিকেলে আব্দুন নুর সোহেল মিয়া, জুয়েল ও রুবেল মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আব্দুল গফুরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে তারা বাধা দিলে পিতা পুত্রকে পিটিয়ে আহত করে।