এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশের এক প্রভাবশালী বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে প্রায় একশ রাউন্ড গুলি করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ওই বিজেপি নেতা বৃজপাল তেওটিয়াসহ ছয়জন আহত হয়েছে। বৃজপালকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের অত্যন্ত ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিল বৃজপালের গাড়িবহর। গাজিয়াবাদের কাছে পৌছামাত্র অজ্ঞাত দুই বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে একে-৪৭ থেকে প্রায় একশো রাউন্ড গুলি চালায়। এতে তার এসইউভি গাড়ির উইন্ডস্ক্রিন চুরমার হয়ে যায়। সূত্র: এনডিটিভি