সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

পৌরসভায় পানির বিল বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৩৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌরসভায় পানির বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমদ সুফি’র সভাপতিত্বে ও জেলা জাসদের দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার জাহান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাবেক সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, জেলা জাসদ সহ-সভাপতি এডঃ সৈয়দ কামরুল ইসলাম সেলিম, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেচু, মোঃ আব্দুল কাদির, জাসদ নেতা জিয়াউল হাসান তরফদার মাহীন, পৌর জাসদ সভাপতি শাহ্ আশিকুর রহমান, জেলা জাসদের যুগ্ম সম্পাদক শাকিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আব্দুল কাইয়ূম, কৃষি বিষয়ক সম্পাদক আখলাক হোসেন মানু, অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক অজেয় বিক্রম দাশ শিবু, জাসদ, যুবজোট, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হবিগঞ্জ পৌরসভা একটি নির্বাচিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের যে কোন বিল বৃদ্ধি করতে হলে জনগণের সঙ্গে মতবিনিময় করা একান্ত আবশ্যক। কিন্তু পৌর কর্তৃপক্ষ জনগণের সঙ্গে কোনও মতবিনিময় না করেই পৌর পানির বিল পাইপের ব্যাস অনুযায়ী আবাসিক ও অনাবাসিক সংযোগপ্রতি ১শ’ টাকা থেকে সর্বোচ্চ ১৬শ’ টাকা পর্যন্ত বর্ধিত করেন। এমনিতেই হবিগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা, মসা, মাছি, ড্রেনেজ ব্যবস্থা, রোড লাইটসহ নানাবিধ সমস্যা বিদ্যমান। তার উপরও মরার উপর খড়ার গা হিসাবে জনগণের উপরে অগণতান্ত্রিকভাবে পানির বিল বর্ধিত করার কোন যৌক্তিকতা নেই। বক্তারা পৌর পানির বিল বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বিল পূর্বের অঙ্কে ফিরিয়ে আনার ১৫ দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। অন্যথায় হবিগঞ্জের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোল গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com