প্রেস বিজ্ঞপ্তি ॥ সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর নারকীয় হামলা, বিভিন্ন মন্দির ভাংচুর ও অগ্নিকান্ডের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ইসকনের ব্যানারে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সকালে মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করেন। মানববন্ধন ও মৌন মিছিল শেষে মাধবপুর উপজেলা চত্বরে পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ বনিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ কাজী কবির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম মুসলিম, কামেশ রঞ্জন কর, শ্রীধাম দাশ গুপ্ত, সুখেন দেব নাথ, মিজানুর রহমান অণিক, রাজীব দেব রায় রাজু প্রমুখ। মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।