চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দেবের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আকতার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহরম আলী, সহঃ প্রধান শিক্ষক সুজিত দেব. চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মালেক, খুর্শেদ আহমদ, সাফিয়া আক্তার, দৌলতুন্নেছা, শিরিনি আক্তার, আওয়ামীলীগ নেতা আশ্রাব আলী, হাজী আব্দুল হক, রজব আলী, বাবুল মিয়া, নৃপেন পাল, লক্ষীচরন বাকতী, জুয়েল আহমেদ, আবুল হোসেন প্রমুখ। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
পরে দেওরগাছ ইউনিয়নকে বাল্য বিবাহম্ক্তু করতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। এতে ইমাম, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন বক্তব্য রাখেন।