মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার সন্তানের বিবস্ত্রতা দেখে অসুস্থ পিতার মৃত্যু মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন বাহুবলে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার বানিয়াচং সড়কের শুটকি ব্রিজে ডাকাতের কবলে দুই প্রবাসী বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলার আসামী আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেলের এইচ.আর নিযুক্ত হওয়ায় কামরুল ইসলামকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে ॥ গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৪৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় তার ছেলেমেয়ে ও জামাতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আলী, তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ১০ জুলাই আদালতে ওই দুটি মামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়র জাহান।
সিলেটের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আজ বুধবার অভিযোগপত্রের শুনানী তারিখ থাকলেও রাগীব আলী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময় প্রার্থনা করেন। আদালত তা নামঞ্জুর করে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে আরো জানা যায়, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভূয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী।
গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয় হয়। ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com