স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সুজাতপুর সড়কে টমটম উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ইকরাম গামী একটি যাত্রীবাহী টমটমে রওয়ানা দিলে নিশ্চিন্তপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রহিমা বেগম (২৫), রুমেনা (১৮), শহিদুল আলম (৩০) আহত হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় জনতা টমটম চালককে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।