স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সুদের টাকা নিয়ে আইনজীবির চেম্বারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, রিচি গ্রামের আওয়াল মিয়ার কাছ থেকে টাকা নেয় তিনকোনা পুকুরপাড়ের তমা ক্লথ স্টোরের প্রোপাইটার গোপাল দাস। গতকাল ওই সময় পুরাতন পৌরসভা রোডে জনৈক আইনজীবির চেম্বারে বিষয়টি সমাধানের কথা ছিল। এক পর্যায়ে সমাধানের মধ্যেই আওয়াল মিয়ার সাথে গোপাল দাসের টাকার বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় আওয়াল মিয়া (৪০) ও মৌলদ মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।