স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার হাফেজ মোঃ আব্দুল মালেক ওরফে লিটন মিয়া নামে এক যুবক গত ৫ মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার বাবা গত ১৮ জুলাই সদর মডেল থানায় জিডি করেছেন।
জানা যায়, ওই এলাকার আব্দুল খালেকের পুত্র হাফেজ মোঃ আব্দুল মালেক ওরফে লিটন মিয়া গত ১৫ ফেব্র“য়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মালেক শহরের কোর্ট মসজিদ ও পরে পইল সুন্নীয়া মাদ্রাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে। সে শহরের শায়েস্তানগর এলাকায় চাউলের ব্যবসা করে। ব্যবসা করতে গিয়ে জড়িয়ে পড়ে ঋণে। সেই ঋণের টাকার অধিকাংশই পরিশোধ করেন লিটনের রিকশাচালক বাবা আব্দুল খালেক। ঘটনার দিন স্ত্রী আফিয়া খাতুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিখোঁজের মাসখানেক পর তার স্ত্রীর মোবাইল ফোনে মালেক জানায় সে বরিশাল রয়েছে।