প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের সামাজিক সংগঠন লাল-সবুজ সামাজিক সাংস্কৃতিক সংদদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শহরের ওসমানী রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিপুল মালাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, মাহবুবুর রহমান রাজু সভাপতি, মোঃ ফরহাদুল ইসলাম ফরহাদ সাধারণ সম্পাদক, শাহ রাশিদুল আলম ত্বোহা সাংগঠনিক সম্পাদক ও বিশ্বজিৎ দাশ অর্থ সম্পাদক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম আহমেদ, মাসুদ খাঁন মিটন, মোঃ রিপন মিয়া, আবুল খায়ের, মাজহারুল ইসলাম তারেক, দ্বীন মোহাম্মদ ইমরান, রুবেল মিয়া প্রমূখ।