স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও সড়কে সিএনজি অটোরিক্সা ধাক্কায় সাদিয়া আক্তার (১০) নামের এক তৃতীয় শ্রেণীর ছাত্রী আহত হয়েছে। সে রাণীগাঁও গ্রামের রুহুল আমিনের কন্যা। গতকাল মঙ্গলবার বিকেলে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সাদিয়া রাণীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটির পর বাড়ী ফেরার পথে বাজারের অদূরে ব্রীজের নিকট পৌঁছামাত্র বেপরোয়া সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সাদিয়া পার্শ্ববর্তী জমিতে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়।