শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলাসহ সকল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএমএ ও ফারিয়া।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলো এই শ্লোগান নিয়ে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ফার্মাসিস্ট এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য রাখেন বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডাঃ হরিপদ রায়, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, ডাঃ জয়নাল আবেদিন টিটু, ডাঃ রোকসানা পারভিন ও সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা জঙ্গিদের উত্থান ঠেকাতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।