স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরস্থ বিসমিল্লাহ অটো রাইস মিলকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয় ।