রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দাদি ও নাতি নিহত হয়েছেন। নিহত মগ বানু (৪০) ওই গ্রামের আব্দুল বাছিরের স্ত্রী ও নাঈম মিয়া (৭) আঃ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামের আঃ হোসেনের নাঈম মিয়া (৭) খেলা করার সময় বাড়ী থেকে পাশের জমিতে সেচের জন্য নেয়া ঝুলন্ত বিদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় নাতিকে বাঁচাতে দাদি মগ বানু এগিয়ে আসলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয় এবং দাদিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফখরুজামান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।