স্টাফ রিপোর্টার ॥ জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার হবিগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান, জেলা বৃক্ষ ও ফলদ বৃক্ষমেলা। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় নিমতলায় ৭ দিনব্যাপী এই মেলার উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে মেলায় মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃক্ষমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, গাছ মানুষের মূল্যবান জীবন রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অসামান্য অবদান রাখে। প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ লাগিয়ে সারাদেশকে সবুজের সমারোহ গড়ে তুলতে হবে। আগামী দিনে গাছ লাগানো এবং এর সুষ্ঠু পরিচর্যার বিষয়ে সামাজিক সচেতনতা তৈরী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার দক্ষিণ সার্কেল রাসেলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ জজকোর্টের সাবেক পিপি এডঃ এম আকবর হোসেইন জিতু। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ সরকার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোঃ গোলাম মোস্তফা এবং গীতা পাঠ করেন নিউটন বিহারী অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম।