মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অপহৃত স্কুলছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে পুলিশ মনতলা রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান-গত ৩১ জুলাই উপজেলার এক্তারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ঐ ছাত্রীকে একই গ্রামের মানজু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) বিদ্যালয়ে যাবার পথে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মনতলা রেলস্টেশন থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে। গতকাল সোমবার সকালে অপহৃতাকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।