স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের বানিয়াচং উপজেলার সুটকি ব্রীজ এলাকা থেকে অপহরনের এক মাস পর অপহৃতা মৌসুমীকে উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে তাকে এসআই ওমর ফারুক মোড়ল উদ্ধার করেন।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৯ জুলাই বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৌসুমী বেগমকে (১৭) অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আকল মিয়ার ছেলে রুবেল মিয়া। এ ঘটনায় মৌসুমীর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতারের জন্য সিলেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গতকাল সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের সুটকি ব্রীজ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। পরে অপহৃতার স্বাস্থ্য পরিক্ষা শেষে জবানবন্দি রেকর্ডের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।