স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে হাদিস মিয়া নামে ৪ বছরের এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত নুর মিয়ার পুত্র। গতকাল সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী উঠানে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।