স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গ্রামে বসে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের টাকা আয়ের পথ বের করে দেয়ার জন্য এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগে টেকার প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এক মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একমাস মেয়াদী মোবাইল বাসে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন স্থান থেকে নানা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন মেয়ে ও ১২ জন ছেলেসহ মোট ২৪ জন অংশ নিয়েছিল।
৮ আগস্ট সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী। এছাড়াও পরে তিনি (এমপি কেয়া চৌধুরী) উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে ৩০জন বেকার যুবকের মধ্যে মোবাইল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জঙ্গীবাদ চেয়েছিল এদেশের নতুন প্রজন্মকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু তারা সফল হতে পারেনি। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার নতুন প্রজন্মকে নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। জঙ্গীরা কোনভাবেই সফল হতে পারছে না। আর পারবেও না।
তিনি বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তার সাথে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে উৎসাহিত করুন। এসব প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঘরে বসে বৈধপন্থায় টাকা রোজগার করতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের তথ্য প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ ব্যাপকভাবে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, দপ্তর সম্পাদক মহিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী দিলারা বেগম, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিধু দাশ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকেরা উপস্থিত ছিলেন।